সরস্বতী পুজোয় মা নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে দিতেন : সৌমিতৃষা
আগামীকাল ৫ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কীভাবে কাটাচ্ছেন এই দিনটি? কলকাতা গ্লিটজকে জানালেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
কলকাতা গ্লিটজ : এবছর সরস্বতী পুজোর কী প্ল্যান?সৌমিতৃষা : প্ল্যান বলতে শুটিং করাই। সেরকম স্পেশ্যাল কিছু নেই। এখানেই আমরা সবাই অঞ্জলি দেব।
কলকাতা গ্লিটজ : সরস্বতী পুজোর কোন স্পেশ্যাল স্মৃতি?
সৌমিতৃষা : স্পেশ্যাল বলতে ওই দিনগুলোয় মা আমাকে সাজিয়ে দিত। শাড়ি পরিয়ে দিত। সরস্বতী পুজোর জন্য বাবা মা প্রতি বছর পছন্দ করে আমার জন্য শাড়ি কিনে আনতো। প্রতি বছর আমি একেবারে ইউনিক সাজতাম। আর সবাই জিজ্ঞেস করতো কোথা থেকে শাড়ি কিনেছি। প্রতিবারই সাজের জন্য সবাই খুব প্রশংসা করতো। ভীষণ ভালো লাগতো। মায়ের উপর খুব গর্ব হতো।
কলকাতা গ্লিটজ : সরস্বতী পুজো স্পেশ্যাল প্রেম হয়েছে কখনও?
সৌমিতৃষা : প্রেম হয়নি আমার কখনও। এখনও কেউ নেই। হলে অবশ্যই জানাবো। সরস্বতী পুজো তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমার সেরকম কিছু হয়নি। এরকম যদি কাউকে পাই, যার সঙ্গে হলুদ শাড়ি পরে বেরোব, তখন জানাব।
No comments