পুজোর দিন তার সঙ্গে কফি হাউসে আড্ডা : শন
আগামীকাল ৫ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কীভাবে কাটাচ্ছেন এই দিনটি? কলকাতা গ্লিটজকে জানালেন অভিনেতা শন ব্যানার্জি ।
কলকাতা গ্লিটজ : এবছর সরস্বতী পুজোয় কী প্ল্যান?
শন : আমাদের বাড়িতে সরস্বতী পুজো সেরকম সেলিব্রেট হয় না। তাই প্ল্যান কিছু নেই। হয়তো আত্মীয়দের বাড়ির পুজোয় যেতে পারি।
কলকাতা গ্লিটজ : সরস্বতী পুজোর কোনও স্পেশ্যাল স্মৃতি?
শন : আমি যেহেতু নৈনিতালে ছিলাম, তাই সরস্বতী পুজো সেভাবে কখনোই সেলিব্রেট করতে পারিনি। কারণ ওখানে একদমই সরস্বতী পুজো হতো না। তবে ১১-১২ ক্লাসে পড়ার সময় অনেক মজা হয়েছে। ট্র্যাডিশনাল পোশাক পরে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যেতাম। খেতে যেতাম। তখন খুব মজা হতো।
কলকাতা গ্লিটজ : সরস্বতী পুজোয় কখনও প্রেম হয়েছে?
শন : প্রেম বলতে হাইস্কুলে পড়াকালীন আমার একজন ছিল, তার সঙ্গেই ঘুরতে গিয়েছিলাম। আমরা কফি হাউসে আড্ডা মারতে গিয়েছিলাম।
No comments