Header Ads

Breaking News

সরস্বতী পুজোয় কুল খেতে পাওয়াটা স্পেশ্যাল ছিল : ইন্দ্রজিৎ



আগামীকাল ৫ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কীভাবে কাটাচ্ছেন এই দিনটি? কলকাতা গ্লিটজকে জানালেন অভিনেতা ইন্দ্রজিৎ বোস । 

কলকাতা গ্লিটজ : এবছর সরস্বতী পুজোর কী প্ল্যান?
ইন্দ্রজিৎ : সোমবার থেকে আমার নতুন সিরিয়াল শুরু হচ্ছে। তাই সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত অবধি শুটিং করতে হবে। একটু সুযোগ পেলে মা-কে নমো নমো করবো , এছাড়া এই বছর আর কোনও উপায় নেই।

কলকাতা গ্লিটজ : সরস্বতী পুজোর কোনও স্পেশ্যাল স্মৃতি?
ইন্দ্রজিৎ : আমার মামা বাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হতো। ছোটবেলায় যেতাম। সব ভাইবোনেরা একসঙ্গে খুব হৈহুল্লোড়, মজা হতো। আমার কাছে সবথেকে স্পেশ্যাল যতদূর মনে হয় কুল খাওয়া ছিল। পুজো অবধি অপেক্ষা করে থাকা। তারপর কুল খেতে পাওয়া। সেটা এখনও মনে রয়ে গিয়েছে।

কলকাতা গ্লিটজ : স্কুল লাইফে সরস্বতী পুজোর কোনও গল্প?
ইন্দ্রজিৎ : সেরকম কোনও ইন্টারেস্টিং গল্প নেই। বেশ বোরিংই ছিল। আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম, তাই এই সময়টা প্র্যাকটিস থাকতো বা অন্যকিছু থাকতো। তাই স্কুলে একবার গিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতাম। তারপর সেখান থেকে মামাবাড়ি যেতাম বা অনেক দিদিদের বাড়িতে পুজো হতো, সেখানে যেতাম। তাই স্কুলে বেশি সময় কাটাতে পারতাম না। 

কলকাতা গ্লিটজ : সরস্বতী পুজো স্পেশ্যাল প্রেম হয়েছে কখনও?
ইন্দ্রজিৎ : না প্রেম সেরকম হয়নি। তবে স্কুলে হিন্দি টিচারের প্রতি একটা ক্রাশ হয়েছিল। উনি সরস্বতী পুজোর দিন একটা লাল রঙের শাড়ি পরে এসেছিলেন। বেশ পরী পরী দেখতে লাগছিল।

No comments