অনলাইনে শুরু হল কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০
ছবি-PB Studios |
আজ থেকে শুরু হল Calcutta International Short Film Festival 2020. চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। ১৮, ১৯, ২০ এই তিনদিনব্যাপী শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক Independent Film Society (IFS). সারা বিশ্বের মোট ৯৬টি স্বল্প দৈঘ্যের ছবি দেখানো হবে এই ফেস্টিভ্যালে। যার মধ্যে ভারত থেকে রয়েছে ২১টি ছবি। ৯টি ছবি রয়েছে বাংলায়। শর্ট ফিকশন, শর্ট এনিমেশনস, এক্সপেরিমেন্টাল শর্টস ও ডকুমেন্টরি শর্টস এই চারটি বিভাগে বাছা হয়েছে ছবিগুলিকে।
ছবি-PB Studios |
পুরস্কারের বিভাগগুলি হল- বেস্ট শর্ট ফিকশন (ন্যাশনাল), বেস্ট শর্ট ফিকশন (ইন্টারন্যাশনাল), বেস্ট শর্ট এনিমেশনস, বেস্ট ডকুমেন্টরি শর্টস, বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং, বেস্ট সাউন্ড ডিজাইনিং, বেস্ট সিনেমাটোগ্রাফি। এর পাশাপাশি থাকছে অভিনয়ের ক্ষেত্রেও সেরার পুরস্কার। জুরিদের বিচারে মনোনীত করা হবে বিজয়ীদের। এছাড়াও এই বছর কিংবদন্তি শ্রী সৌমিত্র চট্ট্যোপাধ্যায়ের স্মৃতিতে একটি বিশেষ পুরস্কার রাখা হয়েছে। প্যানডেমিকের জন্য অনলাইনেই দেখা যাবে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বের সব প্রান্ত থেকেই বিনামূল্যে দেখা যাবে আইএফএস-এর ওয়েবসাইটে। https://ifsofindia.org/ এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০।
No comments