আসছে রূপাঞ্জনা- রাতুলের ভূতুড়ে ওয়েব সিরিজ 'ঘুলঘুলি'
পরিচালক হিসেবে অভিনেতা রাতুল মুখার্জির প্রথম কাজ ছিল শর্টফিল্ম 'পালক'। বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পাশাপাশি দর্শকদেরও নজর কাড়তে সফল হয়েছিল রাতুল-রূপাঞ্জনার স্বল্প দৈর্ঘ্যের ছবি। এবার দর্শকদের ভয় দেখাতে আসছেন তাঁরা। এই পরিচালক অভিনেত্রী জুটির নতুন কাজ 'ঘুলঘুলি'। তাঁদের সঙ্গে রয়েছেন প্রযোজক শতদীপ সাহা। চারটি আলাদা ভূতের গল্প নিয়ে এই ওয়েব সিরিজ। "মোবাইল ক্যামেরাতেই শ্যুট করা হয়েছে। সোশ্যাল ডিস্টেনসিং-এর বিষয়টা মাথায় রেখেই সবটা হয়েছে। অনেকদিন ধরেই হরর সিরিজ করার ইচ্ছে ছিল। গল্পগুলোয় বিভিন্ন শেডস আছে যা দর্শকদের স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না," বলছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
পরিচালনার পাশাপাশি অভিনয় করতেও দেখা যাবে রাতুলকে। এছাড়াও থাকবে রূপাঞ্জনার ছেলে রিয়ান। কাজটা যে বেশ চ্যালেঞ্জিং ছিল মানছেন রাতুল। কারণ পরিচালনা ও অভিনয়ের সঙ্গে সম্পাদনার দায়িত্বও ছিল তাঁর ওপর। সিরিজটি প্রযোজনা করেছে 'এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেড' ও 'ফেদার হ্যাটস এন্টারটেইনমেন্ট'। প্রযোজক শতদীপ সাহার বক্তব্য "লকডাউনের মধ্যে এরকম একটা কাজ করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে রূপাঞ্জনা ও রাতুল কাজটা অনেক সহজ করে দিয়েছে। আশা করি আমাদের প্রচেষ্টা সফল হবে এবং দর্শকদের এই সিরিজ ভালো লাগবে।" ১৯ জুন থেকে ইউটিউবে দেখা যাবে 'ঘুলঘুলি'।
No comments