লকডাউনে সুস্বাদু 'চিংড়ির মালাইকারি'
বাঙালি মানেই খাদ্যরসিক। একথা কে না জানে। সারা বিশ্বজুড়ে মানুষ লড়াই করছে করোনার সঙ্গে। গোটা দেশে চতুর্থ দফার লকডাউন চলছে। কিন্তু থেমে নেই বাঙালির বাজার করার উৎসাহ। হেঁসেলে চলছে নিত্য নতুন রান্না। সোশ্যাল মিডিয়া খুললে এখন তারই ছবি। কঠিন পরিস্থিতে নিজেদের ব্যস্ত রাখতেই এই প্রচেষ্টা। করোনা মোকাবিলায় বাড়িতে বন্দী থেকে পরিবারের সঙ্গে ভালো থাকার রসদ খুঁজছে সকলেই। আর এই সময় সুস্বাদু খাবার ছাড়া আর কিই বা মন কাড়তে পারে বাঙালির? আর সেই কারণেই মানুষকে আরো কিছুটা আনন্দ দিতে দেবলীনা সেন ও তাঁর টিম নিয়ে এল 'চিংড়ির মালাইকারি'। তবে এটি খাওয়ার নয়, শোনার। এই শ্রুতি নাটকটি যে বাঙালির মন কাড়তে সফল হবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এই শ্রুতি নাটকের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন - রাজর্ষি দে (বিনয় সেন), শর্মিষ্ঠা গোস্বামী চ্যাটার্জি (অনুপমা সেন), সুদীপ সরকার (সুমিত সেন), রেশমী বাগচী (পরমা সেন), রানা বসু ঠাকুর (সুকুমার দাস), হৃতিষা হালদার (সোহিনী সেন)। এখানে দেবদূত ঘোষ ঠাকুরের লেখা 'হাসির দাওয়াই' কবিতাটি পাঠ করেছেন সুতপা ঘোষ ঠাকুর। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মালঞ্চ ধর। সঙ্গীত পরিচালক সৌরভ সোনালী চৌধুরী। এখনই শুনে নিন দেবলীনা সেনের পরিচালনায় চিংড়ির মালাইকারি।
No comments