"আমি খুব PUBG খেলতে ভালোবাসি"- রাতুল মুখার্জী
এখনও পর্যন্ত সবচেয়ে আনন্দের মুহূর্ত ?
গতবছর ৩০শে ডিসেম্বর আমার ভাগ্নে হয়েছে। ওর নাম শ্লোক।
মনে রাখার মতো পাওয়া উপদেশ যা তুমি এখনও মেনে চলো?
মা বলেছিলেন দুঃস্থ, গরীবদের পাশে দাঁড়াতে, ঈশ্বর তোমার মঙ্গল করবেন।
শুটিং না থাকলে কীভাবে সময় কাটাও?
ছবি দেখা বা ওয়েব সিরিজ দেখাটা এখন নেশা হয়ে গিয়েছে। আর সঙ্গে ঘুম।
সেরা উপহার কী পেয়েছ?
মা দিয়েছিলেন। এই সুন্দর পৃথিবীতে আসাটাই আমার কাছে সেরা উপহার। 😀
এমন কোনো তথ্য যা দর্শকরা তোমার সম্পর্কে এখনও জানেন না?
আমি কিন্তু PUBG খেলতে খুব ভালোবাসি। 😆
তোমার জীবনের আদর্শ কে?
আমার বাবা।
এমন কোনো ঘটনা যার জন্য আফসোস হয়?
আমার নিজের জন্য নয় যদিও, ২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ায় আজও আফসোস হয়। এখনও মনে হয় ইশ যদি জাহির খান প্রথম ওভারে ওরকম নার্ভাস না হয়ে লাইন ও লেন্থ মেনে বোলিংটা করতো।
কোনো একটা অবাস্তব স্বপ্ন?
বাথরুমে স্লিপ কেটে পড়ে নর্দমা দিয়ে গলে গিয়েছি। 😆
সবথেকে বেশি স্যাটিসফেকশন কীসে পাও?
জীবনে আনন্দ তো খুব ছোট ছোট প্যাকেজে আসে। জীবনের সেই ছোট ছোট আনন্দগুলোকে acknowledgeকরতে পারার মধ্যে কিন্তু একটা আলাদাই স্যাটিসফেকশন আছে।
তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কে?
কোনো একজনের নাম নেওয়াটা খুব অন্যায় হবে। বাবা, মা আর আমার দিদি তো আছেই। এছাড়া এই অফ স্টাম্পের বাইরের বলটায় আপাতত ব্যাট ঠেকালাম না। তিনটে স্লিপ আর গালি রাখা আছে তো। 😀 আপনারা অনেকেই জানেন তিনি কে। আমার আর ওনার নামের প্রথম অক্ষর একই।
No comments