ইরানি মিত্রের 'শীতের সত্যান্বেষী'
নতুন রূপে ব্যোমকেশ ও সত্যবতী। তাও আবার লাইভ শো-এ। এমনই একটি অভিনব উদ্যোগ নিয়েছিল মিত্রমাইন্ড। আর শো-এর পোশাক পরিকল্পনা ছিল ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র-র। যিনি নিজেও এদিন ৱ্যাম্পে হাঁটেন।
এর আগে পুজোর সময় 'দেবীশক্তি' নামক একটি অনুষ্ঠান করেছিলেন তাঁরা। যা বেশ নজর কেড়েছিল। এবারও আরো একটি হাটকে শো-এর উপহার দিলেন তাঁরা। যার নাম দেওয়া হয়েছিল 'শীতের সত্যান্বেষী'। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই চরিত্র ব্যোমকেশ ও সত্যবতীকে আজকের দিনে কেমন সাজে মানাতো তাই নিয়েই হল লাইভ শো।
টিটু রক-এর অনবদ্য পরিচালনার পাশাপাশি ছিল ইরানি মিত্র-এর ডিজাইন করা দুর্দান্ত সব পোশাক, যা পরে ৱ্যাম্পে হাঁটলেন আজকের ব্যোমকেশ ও সত্যবতীরা ।
এছাড়াও এদিন 'স্ত্রোরারি' নামক একটি পুরুষদের পোশাকের ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। যার কর্ণধার হলেন রাজেন্দ্র মিত্র। সব মিলিয়ে ফের একটি তাক লাগানোর মতো শো উপহার দিতে যে সফল অনিন্দ্য মিত্র ও তাঁর মিত্র মাইন্ড সংস্থা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এর আগে পুজোর সময় 'দেবীশক্তি' নামক একটি অনুষ্ঠান করেছিলেন তাঁরা। যা বেশ নজর কেড়েছিল। এবারও আরো একটি হাটকে শো-এর উপহার দিলেন তাঁরা। যার নাম দেওয়া হয়েছিল 'শীতের সত্যান্বেষী'। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই চরিত্র ব্যোমকেশ ও সত্যবতীকে আজকের দিনে কেমন সাজে মানাতো তাই নিয়েই হল লাইভ শো।
টিটু রক-এর অনবদ্য পরিচালনার পাশাপাশি ছিল ইরানি মিত্র-এর ডিজাইন করা দুর্দান্ত সব পোশাক, যা পরে ৱ্যাম্পে হাঁটলেন আজকের ব্যোমকেশ ও সত্যবতীরা ।
এছাড়াও এদিন 'স্ত্রোরারি' নামক একটি পুরুষদের পোশাকের ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। যার কর্ণধার হলেন রাজেন্দ্র মিত্র। সব মিলিয়ে ফের একটি তাক লাগানোর মতো শো উপহার দিতে যে সফল অনিন্দ্য মিত্র ও তাঁর মিত্র মাইন্ড সংস্থা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
No comments