Header Ads

Breaking News

"অষ্টমীর দিন ম্যাডক্স স্কোয়ারে যাবই"- হানি বাফনা



ষষ্ঠী থেকে দশমী এবারের পুজোর প্ল্যান?
আমার প্ল্যানটা সপ্তমী থেকে। কারণ ষষ্ঠীতে বোধ হয় শুট থাকবে। অনেকদিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি। পুজোর ছুটিতে ওদের সাথে চুটিয়ে আড্ডা মারব, ঘুরবো। রাতের দিকেই বেশি ঘুরতে যাব। তবে অষ্টমীর দিন ম্যাডক্স স্কোয়ারে যাবই।

কোনদিন কি আউটফিট পরবে?
আমি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসি। আর দুর্গাপূজা হল একটা বড় অজুহাত পাঞ্জাবি পরার জন্য। পাঞ্জাবি ছাড়াও যেগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেগুলোই পরব। আমার কাছে স্টাইলের থেকেও কমফোর্টটা বেশি জরুরি।

খাওয়া দাওয়ার কি প্ল্যান?
এই কদিন কোনো ডায়েট মানব না। ডায়েটের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব।

পুজোর সেরা স্মৃতি?
ছোটবেলায় প্রথমবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম বাবাকে। তখন অনেকটাই ছোট। ক্লাস ফোর-ফাইভে পড়তাম।  আমার মনে আছে বাবা বেশ ভয়ে ভয়েই আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলো। আর আমাকে পাঁচ টাকা দিয়েছিলো। সেই প্রথম আমি একা বেড়িয়েছিলাম পুজোতে বন্ধুদের সঙ্গে। বাবাকে এসে দু' টাকা ফেরতও দিয়েছিলাম। তিন টাকার কি খেয়েছিলাম মনে নেই, তবে ওই ঘটনাটা কোনোদিন ভুলতে পারিনি।

পুজো স্পেশ্যাল প্রেম হয়েছে কখনো?
প্রেমের জন্য পুজো লাগেনা। সে তো যখন তখন হতে পারে। হ্যাঁ পুজোতে অনেককেই ভালো লাগে। তবে সেটা শুধু দেখতে ভালোলাগা, আর কিছুনা।

No comments