'দেবী শক্তি'র অনবদ্য বার্তা
দেবী বন্দনার এক অনবদ্য সন্ধ্যা। সাক্ষী হয়ে রইল কলকাতা। যেখানে এই প্রথমবার একজন রূপান্তরকামী নারী ফ্যাশন শো-এর 'শো স্টপার' ছিলেন। শুধু তাই নয়, দশভূজারূপেও নজর কাড়েন তিনি। তাঁর নাম মেঘ সায়ন্তনী ঘোষ। তাঁর হাত দিয়েই দেবীর আরাধনার আয়োজন করে মিত্র মাইন্ড সংস্থা। যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ভারতীয় সমাজে যেখানে প্রতি মুহূর্তে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মধ্যে ভেদাভেদ লক্ষ্য করা যায়। সেখানে এই ধরণের একটি অনুষ্ঠান সমাজের বিভিন্ন স্তরে একটি সুন্দর বার্তা অবশ্যই পৌঁছে দেবে।
এদিন ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রের পোশাকে ৱ্যাম্পে হাঁটেন মডেলরা। তাঁর 'এক সে বরকার এক' হাতের কাজ এই শো-কে অন্য উচ্চতায় নিয়ে যায়। কৃতিত্ব দিতেই হয় কোরিওগ্রাফার সন্দীপ, মেক আপ আর্টিস্ট অভিক ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা সৌরভকে। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় অভিনেত্রী দোলন রায় সহ সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। সব মিলিয়ে সুষ্ঠভাবে 'দেবী শক্তি' অনুষ্ঠানটি আয়োজন করতে যে সফল অনিন্দ্য মিত্র ও তাঁর মিত্র মাইন্ড সংস্থা, তা বলাই যায়।
ছবি- অভিজিৎ দত্ত
No comments