Header Ads

Breaking News

"যতদিন বাঁচবো আর্জেন্টিনাকেই সাপোর্ট করব"

                                             Vikram Chatterjee- Team Argentina

ছবি- কলকাতা গ্লিটজ

 বিশ্বকাপে কোন দেশকে সমর্থন করছ?
আমি বরাবর আর্জেন্টিনার সাপোর্টার। আর যতদিন বাঁচবো আর্জেন্টিনাকেই সাপোর্ট করব।

কেন?
বাড়িতে ঠাকুরদা আর বাবা আর্জেন্টিনাকে সাপোর্ট করত। ওদের কাছে মারাদোনার গল্প শুনতে শুনতে বড় হয়েছি। তাই আমারও আর্জেন্টিনাকেই ভালো লাগতে শুরু করে। 

কোন সাল থেকে প্রথম বিশ্বকাপ দেখছ?
কোন সাল থেকে বিশ্বকাপ দেখছি, একদম মনে নেই। তবে ১৯৯৮ এর বিশ্বকাপটা স্পষ্ট মনে আছে।

প্রিয় ফুটবলার?
প্রিয় ফুটবলার মেসি, নেইমার। আর এখন সালাহ্কেও বেশ ভালো লাগে। 

বিশ্বকাপ নিয়ে কোন বিশেষ স্মৃতি?
ঠাকুরদা,বাবার সাথে বসে একসঙ্গে খেলা দেখতাম। সেগুলোই আমার কাছে স্মরণীয় হয়ে আছে।

No comments