Header Ads

Breaking News

সন্দীপের শর্টকাট



শুরু হল 'শর্টকাট' ছবি শুটিং। ছবির পরিচালক সুবীর মন্ডল। প্রযোজনা তৃণা ফিল্মস ও ক্রিয়েটিভ ওয়ার্ল্ড-এর। ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, চন্দন সেন ও বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস। এছাড়া ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা সন্দীপ ভটাচার্য। 'শর্টকাট' ছবির গল্প ও মিউজিক গায়ক নচিকেতা চক্রবর্তীর।

No comments