Header Ads

Breaking News

"ভারতীয় হিসেবে দুঃখ হয়েছিল"

                                     Sabyasachi Chowdhury- Team Spain
ছবি সৌজন্য- সব্যসাচীর ফেসবুক প্রোফাইল
                                                                                
বিশ্বকাপে কোন দেশকে সমর্থন করছ
স্পেন।

কেন?
২০০৭ সাল থেকে আমি স্পেনের সাপোর্টার। ওদের তিকিতাকা খেলার স্টাইল দারুন লেগেছিল আর অবশ্যই ইনিয়েস্তা-জাভি-ভিয়ার কম্বিনেশন।


কোন বছর থেকে প্রথম বিশ্বকাপ দেখছ?
১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ দেখি বাবার সাথে বসে। বাবা ব্রাজিলের সাপোর্টার ছিল। সেই বছর ফাইনালে ব্রাজিল হেরে যাওয়াতে খুব খারাপ লেগেছিল।

প্রিয় ফুটবলার?
বুফোঁ। খারাপ লাগছে যে এবার ইতালি নেই। 

বিশ্বকাপ নিয়ে কোনো বিশেষ স্মৃতি?
২০১৪ বিশ্বকাপটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। ওই বছর ইংল্যান্ডে ছিলাম। বিশ্বকাপের আসল উন্মাদনা ওখানে টের পেয়েছিলাম। আমার ক্লাসের বাকি বন্ধুরা সবাই নিজের নিজের দেশের জার্সি পরে আসতো। সত্যি বলতে ভারতীয় হিসেবে একটু দুঃখ হয়েছিল।



No comments