"২০০৬-এর ফাইনালটা ভুলব না"
Ravi Shaw- Team Germany
কেন?
জার্মানি প্রচন্ড শক্তিশালী একটা দল। এই বছর ওদের চারজন প্লেয়ার অবসর নিয়েছে। ফিলিপ লাম, সোয়াইনস্টেগার, পোডোলস্কি ও মিরোস্লাভ ক্লোজে। এই চারজনকে খুব মিস করব। তাও থমাস মুলার,টনি ক্রজ-এর মতো প্লেয়াররা আছে। এছাড়াও আরো দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে জার্মান টিমে। তাই টিম হিসেবে আমি জার্মানির সাপোর্টার।
কোন বছর থেকে প্রথম বিশ্বকাপ দেখছ?
আমার মনে হয় আমি ২০০২ সালে প্রথম বিশ্বকাপ দেখেছি।
ছবি সৌজন্য- রবির ফেসবুক প্রোফাইল |
বিশ্বকাপে
কোন দেশকে সমর্থন করছ?
জার্মানি ও পর্তুগাল।
জার্মানি ও পর্তুগাল।
কেন?
জার্মানি প্রচন্ড শক্তিশালী একটা দল। এই বছর ওদের চারজন প্লেয়ার অবসর নিয়েছে। ফিলিপ লাম, সোয়াইনস্টেগার, পোডোলস্কি ও মিরোস্লাভ ক্লোজে। এই চারজনকে খুব মিস করব। তাও থমাস মুলার,টনি ক্রজ-এর মতো প্লেয়াররা আছে। এছাড়াও আরো দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে জার্মান টিমে। তাই টিম হিসেবে আমি জার্মানির সাপোর্টার।
কোন বছর থেকে প্রথম বিশ্বকাপ দেখছ?
আমার মনে হয় আমি ২০০২ সালে প্রথম বিশ্বকাপ দেখেছি।
প্রিয়
ফুটবলার?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
বিশ্বকাপ
নিয়ে কোনো বিশেষ স্মৃতি?
সেরকম বিশেষ কোনো স্মৃতি নেই। তবে ২০০৬ সালে ফ্রান্স বনাম ইতালির ফাইনালটা কোনোদিন ভুলবো না। জিদানের লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া আর পেনাল্টিতে ফ্রান্সের হেরে যাওয়া।
সেরকম বিশেষ কোনো স্মৃতি নেই। তবে ২০০৬ সালে ফ্রান্স বনাম ইতালির ফাইনালটা কোনোদিন ভুলবো না। জিদানের লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া আর পেনাল্টিতে ফ্রান্সের হেরে যাওয়া।
No comments