রাতুলের মুকুটে নতুন 'পালক'
নতুন পালক জুড়লো অভিনেতা রাতুল মুখার্জির মুকুটে। অভিনয়ের পাশাপাশি এবার পরিচালক হিসেবেও দেখা যাবে তাঁকে। সদ্য শেষ হল তাঁর প্রথম শর্টফিল্ম 'পালক' এর শুটিং। এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র ও দেবারতি গুপ্ত। এছাড়া একটি চরিত্রে রাতুল নিজেও অভিনয় করেছেন। ছবির প্রযোজক ফেদার হ্যাটস এন্টারটেনমেন্ট।
No comments