Header Ads

Breaking News

"আমার একটাই টিম- ব্রাজিল, ব্রাজিল,ব্রাজিল"

                                                       Prantik Banerjee- Team Brazil
ছবি সৌজন্য- প্রান্তিকের ফেসবুক পেজ

বিশ্বকাপে কোন দেশকে সমর্থন করছ?
ব্রাজিল।

কেন?
আমার চারপাশের সবাই ব্রাজিলকে সাপোর্ট করে। পুরো পাড়া ব্রাজিলের হয়ে গলা ফাটায়, সেই দেখে আমারও ছোট থেকে ব্রাজিলকে ভালো লাগতে শুরু করে

কোন তিনটি দেশের জেতার চান্স এবার সবচেয়ে বেশি মনে হয়?
ব্রাজিল,ব্রাজিল,ব্রাজিল

প্রিয় ফুটবলার?
রবার্তো কার্লোস।

বিশ্বকাপ নিয়ে কোন বিশেষ স্মৃতি?
পাড়ায় সবাই মিলে একসঙ্গে খেলা দেখা। ওই উন্মাদনার তুলনা হয় না।

No comments