"বিশ্বকাপটা মেসির প্রাপ্য"
Mainak Banerjee- Team Argentina
বিশ্বকাপে কোন দেশকে সমর্থন করছ?
আমি লাতিন আমেরিকার ফুটবলের ফ্যান। লাতিন আমেরিকার যে দেশই খেলবে, আমি তাদেরকেই সাপোর্ট করব। ব্রাজিল, আর্জেন্টিনা দুই দেশের খেলাই দারুন লাগে।
ছবি সৌজন্য- মৈনাকের ফেসবুক প্রোফাইল |
বিশ্বকাপে কোন দেশকে সমর্থন করছ?
আমি লাতিন আমেরিকার ফুটবলের ফ্যান। লাতিন আমেরিকার যে দেশই খেলবে, আমি তাদেরকেই সাপোর্ট করব। ব্রাজিল, আর্জেন্টিনা দুই দেশের খেলাই দারুন লাগে।
কেন?
ব্রাজিল মানেই শিল্প। ব্রাজিলের ফুটবল আভিজাত্য রয়েছে। দুর্দান্ত সব প্লেয়ার। পেলে, গ্যারিঞ্চা, রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহো অসম্ভব ভালো সব প্লেয়ার উপহার দিয়েছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা ভালো লাগে মারাদোনার খেলা দেখে। যেভাবে একাই বিশ্বকাপ এনে দিয়েছিল তা ভোলার নয়। আশা করছি মেসিও এবার সেটা করতে পারবে। বিশ্বকাপটা মেসির প্রাপ্য। চাইব এই বছর মেসি বিশ্বকাপ জিতুক।
কোন বছর থেকে প্রথম বিশ্বকাপ দেখছ?
১৯৯০।
প্রিয়
ফুটবলার?
মারাদোনা।
বিশ্বকাপ
নিয়ে কোনো বিশেষ স্মৃতি?
১৯৯০ সালে আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না। পাশের বাড়িতে সবাই মিলে খেলা দেখেছিলাম। ওই বিশ্বকাপের স্মৃতিটাই সবচেয়ে বেশি মনে পরে।
১৯৯০ সালে আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না। পাশের বাড়িতে সবাই মিলে খেলা দেখেছিলাম। ওই বিশ্বকাপের স্মৃতিটাই সবচেয়ে বেশি মনে পরে।
No comments