Header Ads

Breaking News

"মা-বাবার সঙ্গে বসে বিশ্বকাপ দেখার মজাই আলাদা"

                                                 Bonny Sengupta-Team Brazil


    ছবি সৌজন্য- বনির ফেসবুক প্রোফাইল
                                                                                
বিশ্বকাপে কোন দেশকে সমর্থন করছ
ব্রাজিল

কেন?
যে বছর বিশ্বকাপ দেখা শুরু করেছিলাম, সেই বছর ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। আর তখন থেকেই আমি ব্রাজিলের ফ্যান। সেই বছর ব্রাজিলে রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাকার মতো দুর্দান্ত সব প্লেয়াররা ছিল। মারাত্মক টিম ছিল ওই বছর।

কোন বছর থেকে প্রথম বিশ্বকাপ দেখছ?
২০০২ থেকে প্রথম বিশ্বকাপ দেখছি। 

প্রিয় ফুটবলার?
ডেভিড বেকহ্যাম।

বিশ্বকাপ নিয়ে কোনো বিশেষ স্মৃতি?
প্রথম  বিশ্বকাপটা মা-বাবার সঙ্গে রাত জেগে দেখেছিলাম। আর ওটাই আজও আমার কাছে স্মৃতি।   ওটা কোনোদিন ভুলবো না। কারণ বন্ধুবান্ধবদের সঙ্গে তো সবাই দেখে, মা-বাবার সঙ্গে বসে বিশ্বকাপ দেখার মজাই আলাদা।

No comments