বীরে দি ওয়েডিং
'বীরে দি ওয়েডিং' ছবির ট্রেলার দেখে নস্টালজিক লাগতেই পারে। কারণ ছবির গল্প চার বন্ধুকে নিয়ে।এই চার বন্ধুর চরিত্রে রয়েছেন করিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। এই ছবির ট্রেলার পুরোনো হারিয়ে যাওয়া বন্ধুত্বকে ফের উস্কে দিতেই পারে। ছবির প্রধান বিষয় অবশ্যই বিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার যে ইতিমধ্যেই ঝড় তুলেছে, তা বলার অপেক্ষা রাখে না।ছবিটি রিলিজ করবে আগামী ১ জুন।
No comments