সঞ্জুর হিট টিজার
সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে প্রকাশ্যে এলো 'সঞ্জু'-এর টিজার। এ নিয়ে ইতিমধ্যেই বেশ হৈচৈ পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। কিন্তু ট্রেলার দেখে বোঝার উপায় নেই আদপে তিনি সত্যি রণবীর কাপুর নাকি সঞ্জয় দত্তই। এতো হুবহু মিল।
প্রথম ছবি থেকে এখনো অবধি নার্গিস পুত্রের সবরকম চড়াই উৎরাইয়ের গল্প তুলে ধরা হয়েছে বায়োপিকে। রাজকুমার হিরানির বাকি ছবিগুলির মতো এই ছবিও সাফল্য পাবে কিনা, আপাতত সেটাই দেখার অপেক্ষা। আগামী ২৯ জুন রিলিজ করছে 'সঞ্জু'। রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন মনীষা কৈরালা, অনুষ্কা শর্মা, দিয়া মির্জা, পরেশ রাওয়াল প্রমুখ।
প্রথম ছবি থেকে এখনো অবধি নার্গিস পুত্রের সবরকম চড়াই উৎরাইয়ের গল্প তুলে ধরা হয়েছে বায়োপিকে। রাজকুমার হিরানির বাকি ছবিগুলির মতো এই ছবিও সাফল্য পাবে কিনা, আপাতত সেটাই দেখার অপেক্ষা। আগামী ২৯ জুন রিলিজ করছে 'সঞ্জু'। রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন মনীষা কৈরালা, অনুষ্কা শর্মা, দিয়া মির্জা, পরেশ রাওয়াল প্রমুখ।
No comments