Header Ads

Breaking News

অমিত-লাবণ্যর ঘরে & বাইরে


ফের একসঙ্গে দেখা যাবে যীশু সেনগুপ্ত ও কোয়েল মল্লিককে। পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবিতে জুটি বাঁধলেন যীশু ও কোয়েল। ছবির নাম 'ঘরে & বাইরে' . আর তাঁদের চরিত্র দুটির নাম অমিত ও লাবণ্য। পরিচালক মৈনাকের মতে, ছবিটি একটি রোমান্টিক কমেডি যা পরিবারের সকলে মিলে উপভোগ করা যাবে। ছবির পোস্টারে চশমা পড়া শান্ত শিষ্ট স্বভাবের যীশুর সঙ্গে টম বয় লুকে দেখা যাচ্ছে কোয়েলকে। ২০০৯ সালে 'নীল আকাশের চাঁদনী' ছবিতে শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল যীশু কোয়েলকে। দীর্ঘ আট বছর পর তাঁদের থেকে যে বাড়তি পাওনার আশায় রয়েছেন দর্শকরা তা বলার অপেক্ষা রাখে না।

No comments