Header Ads

Breaking News

প্রিয়া ও প্রীতি সবচেয়ে নাটক করে : মৈনাক




বিগ বস হাউসে কিরকম ছিল অভিনেতা মৈনাক-এর জার্নি? এনার সঙ্গে কি সত্যি সম্পর্কে জড়িয়েছিলেন? নাকি সবটাই শুধু টি আর পি-এর জন্য? বিগ বস নিয়ে খোলামেলা আড্ডায় কলকাতা গ্লিট্জ-এর মুখোমুখি মৈনাক। 

একটা শব্দে বিগ বসে তোমার জার্নিটা কিরকম ছিল?
মৈনাক:- মজার। 

বিগ বস হাউসে সবচেয়ে শকিং কি ছিল?
মৈনাক:- প্রিয়া। 

অনেকেই মনে করে বিগ বস স্ক্রিপটেড। সত্যি কি তাই?
মৈনাক:- না ভুল কথা। 

এনার সঙ্গে তোমার সত্যি কিছু চলছিল নাকি সবটাই টি আর পি-এর জন্য?
মৈনাক :- এনার সঙ্গে সত্যি বন্ধুত্ব হয়েছিল। টি আর পি-এর জন্য হলে আরো অনেক কিছু করতাম।

মানে বলছ বিগ বস হাউসের বাইরেও তোমাদের বন্ধুত্ব এতটাই থাকবে ?
মৈনাক :- সেটা সময় বলবে। কি থাকবে না থাকবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না। তবে এনা সত্যি একজন ভালো মেয়ে।

ভিতরে কি সত্যি দুটো গ্রূপ রয়েছে ?
মৈনাক :- হ্যা সেটা হয়েছিল।

 কারা গ্রূপ শুরু করেছিল?
মৈনাক :- মেয়েরা।

 ভিতরে সবচেয়ে বেশি ফুটেজ পাওয়ার জন্য নাটক কে করত ?
মৈনাক :-  প্রিয়া ও প্রীতি। কিছুটা রি-ও।

কোন তিন জনের জেতার সম্ভাবনা বেশি?
মৈনাক :- শিলাজিত, রি ও অদিতি।

কে জিতলে তুমি বেশি খুশি হবে?
মৈনাক :- শিলাজিত দা।

তুমি কেন বেশিদূর এগোতে পারলে না বলে মনে হয় ?
মৈনাক :- আমি ওই সারাক্ষণ ঝগড়া করতে পারতাম না। নিজের মতোই থাকতাম।

তোমার কি মনে হয় এই শো-এ গিয়ে পুরনো বন্ধুত্ব খারাপ হয়ে যেতে পারে ?
মৈনাক :- হতেই পারে। সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করে। সেটা এমনি জীবনেও হতে পারে।

এনা ছাড়া তোমার সবচেয়ে বেশি কাছের আর কে ছিল?
মৈনাক :- শিলাজিত দা।

এখন দেখছ বিগ বস?
মৈনাক :- হ্যা।

ফের সুযোগ আসলে যাবে ?
মৈনাক :- সেটা সুযোগ পেলে ভেবে দেখব।

 ইন্টারভিউ - সুমি মিত্র