মায়ের রাস্তায় মেয়ে
মায়ের পর এবার টিনসেল টাউনে পা রাখতে চলেছেন মেয়েও। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাম শ্বেতা তিওয়ারি। কাসৌতি জিন্দেগী কি সিরিয়াল দিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন শ্বেতা। তবে টেলিভিশন নয় বরং ফিল্ম দিয়েই শুরুটা করতে চলেছেন তাঁর মেয়ে পালক তিওয়ারি। শোনা যাচ্ছে 'তারে জমিন পার' খ্যাত দর্শীল সাফারির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।