Header Ads

Breaking News

ফারহানের পঁচিশ


সোমবার কলকাতা গ্লিটজ-এর সঙ্গে পঁচিশতম জন্মদিন সেলিব্রেট করলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ফারহান ইমরোজ। যিনি এই মুহূর্তে জি বাংলার 'তবু মনে রেখো' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন। ফারহানের জন্মদিন উপলক্ষ্যে একটি কন্টেস্টের আয়োজন করা হয় কলকাতা গ্লিটজের ফেসবুক পেজে। ফারহানের অসংখ্য ফ্যান এই কন্টেস্টে পার্টিসিপেট করেন। তাদের মধ্যে থেকে তিন জনকে বেছে নেওয়া হয়। এই তিনজন বিজয়ী হলেন- ফিরুজা খান, দেবলীনা সরকার ও সাত্যকি চক্রবর্তী। যাঁরা এদিন 'দ্য চায়ওয়ালা' ক্যাফেতে দেখা করার সুযোগ পান তাঁদের প্রিয় তারকার সঙ্গে। রইল সেসব মুহূর্তের কিছু ছবি। আসছে ইভেন্টের সম্পূর্ণ ভিডিও, তারজন্য দেখতে থাকুন কলকাতা গ্লিটজের ইউটিউব পেজ।