Header Ads

Breaking News

স্বর্ণমন্দিরে তারকামেলা

 অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির দিন বদলেছে  কিন্তু এই মন্দিরের মহিমা কমেনি এতটুকুও  আজ- এই মন্দিরে এসে আশীর্বাদ নিয়ে যান বহু সাধারণ মানুষ এমনকি তারকারাও  জনশ্রুতি যে এই মন্দিরে এসে প্রার্থনা করলে তা পূরণ হবেই  মানুষের আধুনিকতা কিন্তু অতীতের অনেক ঐতিহ্যকে নাশ করলেও মানুষের এই বিশ্বাসে থাবা বসাতে পারেনি 


জি টিভিতে  খুব তাড়াতাড়ি শুরু  হতে চলেছে নয়া ধারাবাহিক 'তশন--ইশক '. সেই ধারাবাহিকের শুটিং-এর সূত্রে শিল্পীদের যেতে হয়েছিল পাঞ্জাবে  শুটিং শেষ হতে শুরু হয়ে যায় মুম্বই-এর জন্য গোছগাছ  কিন্তু শিল্পীদের মনে থেকে যায় দ্বিধা  ইস ! এতদুরে এলাম আর স্বর্ণমন্দির দর্শন হলো না  ইশ্বর বোধহয় টানলেন না  তাই এতদুরে এসেও যেতে পারলাম না  মন খারাপের মাঝেই এসে গেল সুযোগ এই পবিত্র জায়গায় গিয়ে অভিভূত বৈষ্ণবী ম্যাকডোনাল্ড নিজের অনুভূতিকে এভাবেই ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী  এই ভ্রমণ যে তাঁর সারা জীবনের সঞ্চয় , সেকথা বলতেও ভোলেননি তিনি 
এই ধারাবাহিকের নায়িকা টুইঙ্কেল-এর চরিত্রে অভিনয় করছেন জেসমিন  ভাসিন  তিনি নিজেও পাঞ্জাবি  এই মন্দিরে আসা তাঁর কাছে বাড়ি ফিরবার সামিল  ইশ্বরকে বার বার ধন্যবাদ  জানিয়েছেন তিনি আসন্ন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে  ভবিষ্যতেও ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়বে তাঁর মাথায়  বিষয়ে আশাবাদী জেসমিন 
আনন্দে আত্মহারা ধারাবাহিকের হিরো জেইন ইমাম-  পাঞ্জাব- আসবার স্বপ্ন তাঁর বহুদিনের  এমনটাই জানিয়েছেন  'তশন--ইশক '-এর যুবরাজ  পাঞ্জাবি সংস্কৃতি তাঁর বরাবরের প্রিয়  এখানকার মানুষজনের আন্তরিকতার তুলনা হয় না. কিন্তু সব কিছুর উপর স্বর্ণমন্দির দর্শন  ভাবতেই পারেননি যে স্বল্পকালীন অবসরে এমন সুযোগ আসবে  ঈশ্বরের  ইচ্ছে ছাড়া এমনটা হতে পারত না বলে মনে করেন তিনি 
   তাহলে  যুগে যুগে মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় কিন্তু এই আপ্তবাক্য কি মিথ্যে হয় ! যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর 

               লিখছেন ময়ূমী গুপ্ত