Header Ads

Breaking News

অজানা করণ

করণ প্যাটেল - নামটা খুব অচেনা  বোধহয় কারোর- নয় . বিশেষত যাঁরা বিনোদন জগতের খবর পড়বার জন্য মুখিয়ে থাকেন  রোমান্টিক সুদর্শন  এই নায়ক অভিনয় করেছেন বহু ধারাবাহিকে  বিভিন্ন স্বাদের চরিত্রে দেখা গিয়েছে  তাঁকে . সহজ সরল সপ্রতিভ  অভিনয় দিয়ে মন  জয় করে নিয়েছেন দর্শকদের  আজকের কলকাতা গ্লিদ্জ তুলে ধরল করণ প্যাটেলের সম্পর্কে কিছু অজানা তথ্য  




নিজেকে নিয়ে যদি তথ্যচিত্র বানাতে হয় , তবে নিজের চরিত্রে অভিনয়ের জন্য রনবীর সিংকে চাইবেন করণ.
 এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের খাবার দাবার ব্যাপক পছন্দ করণের কিন্তু দিল্লিতে থাকলে কাবাব আর পরোটা  খেতে পছন্দ করেন এই হ্যান্ডসাম নায়ক 
 ছুটি পেলে লন্ডনে উড়ে যেতে পারলে আর খুশি ধরে না ছেলের 
রাজ কি বাত বাতায়ে ? জানেন কি করণের প্রিয় হিরো কে ? দ্য গ্রেট ব্যাটম্যান  করণের কাছে এই চরিত্র এককথায় 'অসাধারণ '.

 সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন নায়ক  আর তা নিজের পছন্দ করা পাত্রীর- সঙ্গে কিন্তু অতীতে  মাধুরী দীক্ষিত-এর সঙ্গে ডেটিং - যাওয়ার স্বপ্ন দেখতেন 'ইয়ে হ্যায় মহব্বতে' ধারাবাহিকের রমন. এখন কি স্বপ্ন দেখেন এই  হ্যান্ডসাম হাঙ্ক? থাক গে বাবা লোকের স্বপ্ন নিয়ে বেশি মাথা ঘামিয়ে কাজ  নেই তাতে আবার দাম্পত্য কলহের আশংকা 
 ইংলিশ কালার বিশেষত ব্ল্যাক কালারের ড্রেস পড়তে দারুন পছন্দ করেন করণ 
সোজাসুজি কথা বলেন এমন লোকজন- পছন্দ করণের অসৎ মানুষদের  যথা সম্ভব এড়িয়ে চলতেই  চেষ্টা করেন এই অভিনেতা 
সময়  পেলেই ট্রেকিং- ছোটেন করণ  আর ঘোড়সওয়ারী করাও করণের প্যাশন 

লিখছেন ভেরোনিকা