Header Ads

Breaking News

দুই বাংলা ঘিরে আলোচনায় মেন্টাল

তিশা বাণিজ্যিক ছবিতে প্রথম, পড়শী গানের জগত থেকে নিজ আগ্রহে অভিনয়ের রানী হয়েছেন গল্পের কারনে। আর আঁচল কে দেখা যাবে সম্পুর্ন ভিন্ন চরিত্রে। 



সাথে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে মিশা সওদাগরের চরিত্রকে , যার সাথে আছেন ডন, ডিজে সহেল, কমল, সাঙ্কু পাঞ্জা, আজাদ, কাবিলা এবং আফজাল শরিফ। আর মন মাতানো আইটেম গানের শিল্পী জোজো কন্ঠের সাথে অসাধারণ নাচে ঊঠতি নায়িকা বাংলাদেশ চলচ্চিত্রের মৌসুমি হামিদের । 



সব মিলে বলতে গেলে গত কয়েক বছরের চলচ্চিত্র ইতিহাসের রেকর্ড ভাঙ্গা আলোচনায় মেন্টাল। বাংলাদেশ পাড়ি দিয়ে কলকাতা ইন্ডাস্ট্রির আলোচনায়ও মেন্টাল। যাকে ঘিরে দেব এবং জিৎ এর মতন হিরো বাংলাএক্সপ্রেসের ব্যানারে ছবি করতে আগ্রহ প্রকাশ করেছেন। ডাব্বু দাদার অসাধারন গান সকল শ্রেনীর দর্শকের মুখে মুখে আছে। কলকাতার মিউজিক ডিরেক্টর আকাশের নিজের মিউজিক এবং কন্ঠে, "আমার মতন কে আছে বল" গানটা সকল ভালোবাসার বহির প্রকাশ ঘটে। কিন্তু ইতিমধ্যে দর্শক মুখে শুনা যাচ্ছে , কলকাতার অগ্নি এবং বাংলাদেশের অগ্নি ২ তে এই গানের সুর ব্যাবহার করা হয়েছে। মেন্টাল ছবির সবগুলো গানের ডেন্স ডিরেক্টর শিবরাম শর্মা। 



     বাংলাদেশ থেকে লিখলেন সাজ্জাদ খান