যৌনকর্মী ও যুবকের ভালোবাসার গল্প ‘এ নাইট এন্ড লাভ স্টোরি’
সম্প্রতি শ্যুটিং শেষ হলো সাজ্জাদ খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ নাইট অ্যান্ড লাভ স্টোরি-এর। রাজধানীর হাতিরঝিলে এর শ্যুটিং হয় টানা দুই রাত। এখন চলছে এর সম্পাদনার কাজ। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ আল মামুন, সাবনিন, নবাব আমিন, শেখ সোহেল, তুহিন চৌধুরী প্রমুখ।
রাতুলের চিত্রনাট্যে চলচ্চিত্রটির ক্যামেরায় ছিলেন এস.এম. শাকিল। এর কাহিনী সম্পর্কে পরিচালক সজ্জাদ খান জানান, ঢাকার বুকে হঠাৎ উঠে আসা এক সহজ সরল যুবকের সাথে ঘটনাচক্রে একজন যৌনকর্মীর দেখা হয়ে যায়। যৌনকর্মী সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে বুঝতে পারে না মেয়েটির পেশা সম্পর্কে। রাত বাড়তে থাকে সাথে নানা জটিলতাও। পদে পদে নানা হয়রানির শিকারও হয় যুবকটি। এরই মাঝে একটুখানি প্রেমও উঁকি দেয়। এভাবেই এগিয়ে যায় এর গল্প।
পরিচালক সাজ্জাদ খান আরও জানান, টানা দুই রাত টিমের সবাই খুব পরিশ্রম করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। বাকিটা দর্শকরা বিচার করবেন। সবাই এতটা সাবলীল ছিল যে, মাঝরাতে দুইবার দুটি বিব্রতকর কিন্তু মজার ঘটনাও ঘটেছে শ্যুটিং স্পটে। জানা গেছে, এর একটি অংশে একটি গানও ব্যবহার করা হয়েছে। নবাব আমিনের লেখা গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন কামাল হোসাইন রনি।
পরিচালক সাজ্জাদ খান আরও জানান, টানা দুই রাত টিমের সবাই খুব পরিশ্রম করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। বাকিটা দর্শকরা বিচার করবেন। সবাই এতটা সাবলীল ছিল যে, মাঝরাতে দুইবার দুটি বিব্রতকর কিন্তু মজার ঘটনাও ঘটেছে শ্যুটিং স্পটে। জানা গেছে, এর একটি অংশে একটি গানও ব্যবহার করা হয়েছে। নবাব আমিনের লেখা গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন কামাল হোসাইন রনি।
খুব শিগগিরই দর্শকরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকরা দেখতে পাবেন বলেও জানান পরিচালক।
বাংলাদেশ থেকে লিখলেন সাজ্জাদ খান