কালারস বাংলায় সুরের যুদ্ধ
আগামী ১৩ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ইটিভি বাংলা। নতুন নাম, নতুন পরিচয়ে পরিচিত হবে সেই চির চেনা চ্যানেলটি। যার নতুন নাম কালারস বাংলা। ১২ এপ্রিল মাঝরাত থেকেই এই বদল ঘটবে। এরই সঙ্গে শুরু হবে নতুন লড়াই। যোদ্ধা, জাদুগর, সুরবীর এবং কলাকার-এই চারটি দলের মধ্যে হবে জোরদার লড়াই। এ যুদ্ধ অবশ্য সুরের যুদ্ধ।
সঙ্গীতের এই মহাসংগ্রাম 'গ্রেট মিউজিক গুরুকুল' অনেকটাই সেই ভারতবর্ষের প্রাচীন গুরুকুল প্রথার মতো। যেখানে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুর তত্ত্বাবধানে শুরু হত শিক্ষার্থীর জীবন। তেমনটাই এখানেও চার সঙ্গীত গুরু- চার বিচারক জিত গঙ্গোপাধ্যায়, জাভেদ আলি, হরিহরণ এবং কবিতা কৃষ্ণমূর্তি নিজস্ব ধারার ঘরানায় শিক্ষার্থীদের তৈরী করবেন। নতুন প্রতিভা অন্বেষণ করে তুলে ধরা হবে আগামী দিনের সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র। সেটা অবশ্য রিয়েলিটি শো-এর ধাঁচেই হবে। প্রতি সোম থেকে বুধ রাত ৯ টায় কালারস বাংলা চ্যানেলে তাই দেখতে ভুলবেন না 'গ্রেট মিউজিক গুরুকুল' ।
সঙ্গীতের এই মহাসংগ্রাম 'গ্রেট মিউজিক গুরুকুল' অনেকটাই সেই ভারতবর্ষের প্রাচীন গুরুকুল প্রথার মতো। যেখানে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুর তত্ত্বাবধানে শুরু হত শিক্ষার্থীর জীবন। তেমনটাই এখানেও চার সঙ্গীত গুরু- চার বিচারক জিত গঙ্গোপাধ্যায়, জাভেদ আলি, হরিহরণ এবং কবিতা কৃষ্ণমূর্তি নিজস্ব ধারার ঘরানায় শিক্ষার্থীদের তৈরী করবেন। নতুন প্রতিভা অন্বেষণ করে তুলে ধরা হবে আগামী দিনের সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র। সেটা অবশ্য রিয়েলিটি শো-এর ধাঁচেই হবে। প্রতি সোম থেকে বুধ রাত ৯ টায় কালারস বাংলা চ্যানেলে তাই দেখতে ভুলবেন না 'গ্রেট মিউজিক গুরুকুল' ।