টি এল সি- তে দ্য টেস্ট
লাইফ স্টাইল চ্যানেল টি এল সি তে শুরু
হয়েছে একটি নতুন ফুড কম্পেটিশন সিরিজ দ্য টেস্ট। বহু পুরস্কারে ভূষিত ফুড কলামনিস্ট এবং টেলিভিশন উপস্থাপক নাইজেলা লসন, শেফ এবং টেলিভিশন ব্যক্তিত্ব এন্থনি বার্ডেন এবং শেফ লুডো লিফেভর মধ্যে চলবে এই প্রতিযোগিতা।
শেফদের মধ্যে থাকবে দুটি দল- একটিতে থাকবে
পেশাদার রন্ধনবিদ, অন্য টিতে থাকবে অপেশাদার শেফের দল- চলবে হাড্ডা হাড্ডি লড়াই। অনুষ্ঠানটি
সুরু হয়েছে ২ মার্চ। দেখা যাচ্ছে প্রতি সোম
ও মঙ্গলবার রাত ৯ টায়ে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বারো জন প্রতিযোগী রান্না করে খুসি
করার চেষ্টা করবেন শেফদের। সারা বিশ্বের মধ্যে এই বিখ্যাত তিন শেফ বেছে নেবেন দ্য টেস্ট
ইউকে-র প্রথম বিজয়ী।