Header Ads

Breaking News

আমি বইপোকা’ সুরভি জ্যোতি

আমি বইপোকা’

সুরভি জ্যোতি --
নামটা বললে প্রথমটাই একটু অচেনা লাগে বটে। কিন্তু যখন-ই জোয়া , সনম কিংবা সহের -- এই চরিত্রগুলোর নাম উচ্চারিত হয় , বিশেষত জোয়া নামটা শুনলেই সব অস্পষ্টতা নিমেষে ঝাপসা হয়ে যায়। চোখে ভেসে ওঠে আত্মবিশ্বাসে ভরপুর এক যুবতীর মুখ , যে চায় নিজের জীবনের গতিপথ নিজে নিয়ন্ত্রণ করতে। আজকে আমাদের পাতায় রইলো সুরভি জ্যোতির কিছু অজানা দিক.



  •  অভিনেত্রী না হলে শিক্ষিকা হতেন এই পাঞ্জাবি কুরি
  •  মা আদর করে ফ্রুটি বলে ডাকেন সুরভিকে
  •  সুরিভীর প্রিয় দৃশ্য "কবুল হ্যায়ধারাবাহিকের সেই সিন , যেখানে আসাদ জোয়াকে
  • জীবিত অবস্থায়  কবর দেওয়া থেকে উদ্ধার করে.
  •  পর্দায় সুরভি ম্যাডামকে যতই ঠান্ডা মাথার মেয়ে মনে হয় না কেন,  ব্যক্তিগত
  • জীবনে অল্পেতেই রেগে ওঠেন তিনি  
  • পিত্জা খাওয়া বিলকুল না-পসন্দ সুরভি ম্যাডামের 
  •  বৃষ্টিতে ভিজতে দারুন ভালবাসেন সুরভি 
  •  মুম্বইয়ের অন্য সব কিছু পছন্দ হলেও মুম্বইয়ের যানজট ভীষণ অপছন্দ করেন 
  • ছোটপর্দার এই জনপ্রিয় নায়িকা 
  •  নিজেকে বইপোকা বলতে আপত্তি নেই সুরভির
                 
                 লিখছেন বৈদেহী সেনগুপ্ত