Header Ads

Breaking News

শক্তি তনয়া এবার 'রক অবতারে'

পাশের বাড়ির মিষ্টি মেয়ে হিসেবেই পরিচিতি ছিল শ্রদ্ধা কাপুরের। এবার অবশ্য স্বাদ পাল্টাতে চলেছেন শক্তি কাপুরের মেয়ে। আসন্ন ফিল্ম 'রক অন ২'-তে তাঁকে রকস্টারের ভূমিকায় দেখা যাবে। 


শোনা যাচ্ছে তার জন্য নাকি রীতিমত প্রস্তুতিতেও নেমে পড়েছেন আশিকি ২-এর এই হিরোইন। এমনকি এই চরিত্রের জন্য 'রক' মিউজিকের উপর একটি কোর্স-ও করে ফেলেছেন শ্রদ্ধা।