শক্তি তনয়া এবার 'রক অবতারে'
পাশের বাড়ির মিষ্টি মেয়ে হিসেবেই পরিচিতি ছিল শ্রদ্ধা কাপুরের। এবার অবশ্য স্বাদ পাল্টাতে চলেছেন শক্তি কাপুরের মেয়ে। আসন্ন ফিল্ম 'রক অন ২'-তে তাঁকে রকস্টারের ভূমিকায় দেখা যাবে।
শোনা যাচ্ছে তার জন্য নাকি রীতিমত প্রস্তুতিতেও নেমে পড়েছেন আশিকি ২-এর এই হিরোইন। এমনকি এই চরিত্রের জন্য 'রক' মিউজিকের উপর একটি কোর্স-ও করে ফেলেছেন শ্রদ্ধা।