Header Ads

Breaking News

লোরিয়েলের স্কিন পারফেক্ট রেঞ্জ



হাজারটা কাজের চাপে নিজেকে দেওয়ার মত সময় পান  না অনেকেই  তবে তার মাঝেই নিতে হবে ত্বকের যত্ন এর জন্যই লোরিয়েল নিয়ে এলো স্কিন পারফেক্ট রেঞ্জ একটানা দশ বছর ধরে নানা গবেষনার পরেই বাজারে এলো এই  স্কিন পারফেক্ট রেঞ্জটি  - কুড়ি, তিরিশ এবং চল্লিশ বছরের নারীদের ত্বকের যত্নে আদর্শ। ভিটামিন বি ৩, ভিটামিন সি , ভিটামিন ই যুক্ত এই ক্রিম নিয়মিত ব্যবহারে মিলবে সুফল।ত্বক হয়ে উঠবে নিদাগ, কোমল।২০ + বয়সীদের  জন্য ১৮ গ্রামের ক্রিমের দাম ৯৯ টাকা, ক্লিনজার  ১০৫ টাকা, ৩০ + বয়সীদের  জন্য ১৮ গ্রামের ক্রিমের দাম ১৪৯ টাকা, ক্লিনজার  ১৩৫ টাকা, ৪০ + বয়সীদের  জন্য ৫০ গ্রামের ক্রিমের দাম ৫৯৫ টাকা।