GlitZing Love Story 2- Sushmita & Kallol
যখন থেকে প্রেমটা কি বুঝতে শিখে ছিলাম, সেদিন থেকেই লাভ ম্যারে জে বিশ্বাসী। বিয়ের আগে ৫ বছর লং ডিসটেন্স রিলেসনশিপে ছিলাম। আ মাদের দুজনের প্রতিটা Valentine’s Day কেটেছে ফোনে কথা বলে বা ভি ডিও চ্যাট করে। আমার এক দাদার ব িয়েতে ওকে প্রথম দেখেছিলাম। আমি তখন স্কুলে পড়তাম।পরে জানতে পা রলাম ও আমার বৌদির দাদা। দাদার বিয়ের পর প্রথম দূর্গা পুজোয় দি ল্লি গিয়েছিলাম দাদার বাড়ি। সে খনে গিয়ে ওর সাথে কথা শুরু হলো। ফিরে এসেও মোবাইলে কথা হত। পাঁচ বছরে মনে হয় দিন গুনলে আমাদের ছ'মাসের মতো দেখা হয়েছিল। কিন্ তু কখনো একা বোধ করিনি। ১৮ ডিসে ম্বর২০০৬-এ ও আমায় মেসেজ করেছিল "তুমি আমায় দাদা বলা বন্ধ করবে ?" সেদিন থেকেই সম্পর্কের শুরু । অবশেষে ২০১০ সালের ২৩ নভেম্বর আমরা বিয়েকরলাম। এখন আমাদের ১ বছর চার মাসের একটি মেয়ে রয়েছে। আজ প্রায় ১০ বছর পরেও আমরা একে অপরের জন্য একই রকমভাবে পাগল,একইরকমভাবে প্রেমে হাবু ডুবু খাচ্ছি। সুস্মিতা ও কল্লোল