মেয়ের বাবা হলেন ধোনি
অবশেষে সব জল্পনার অবসান। বাবা হলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের এক সপ্তাহ আগে খুশির পরিবেশ ধোনি পরিবারে। শুক্রবার ফর্টিস হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন সাক্ষী। বেবির ওজন ৩.৭ কেজি। টুইটার জুড়ে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে এই কাপলের জন্য।
এর আগেও বহুবার সাক্ষীর প্রেগন্যান্সির খবর শোনা গেছিল। কিন্তু কোনোবারই তা সত্যি হয়নি। অবশেষে এই খবর সত্যি হওয়ায় খুশি মাহির ফ্যানরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে মা ও বাচ্চা দুজনেই ভালো আছে। ধোনির লেডি লাক বিশ্বকাপে কতটা সঙ্গ দেয়, আপাতত সেদিকেই তাকিয়ে টিম ইন্ডিয়ার সমর্থকরা। Kolkata GlitZ-এর তরফ থেকেও মিস্টার ও মিসেস ধোনিকে অনেক অভিনন্দন।
এর আগেও বহুবার সাক্ষীর প্রেগন্যান্সির খবর শোনা গেছিল। কিন্তু কোনোবারই তা সত্যি হয়নি। অবশেষে এই খবর সত্যি হওয়ায় খুশি মাহির ফ্যানরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে মা ও বাচ্চা দুজনেই ভালো আছে। ধোনির লেডি লাক বিশ্বকাপে কতটা সঙ্গ দেয়, আপাতত সেদিকেই তাকিয়ে টিম ইন্ডিয়ার সমর্থকরা। Kolkata GlitZ-এর তরফ থেকেও মিস্টার ও মিসেস ধোনিকে অনেক অভিনন্দন।