এবারে ডিজাইনার শ্রদ্ধা
সুইট সিক্সটিন
ইমেজের 'আশিকি ২'-এর নায়িকার কথা মনে আছে? অবশ্য এই ফ্যাশনিস্তাকে 'আশিকি ২'-তে যতটা প্লেইন এন্ড সিম্পল লুকে দেখা গিয়েছে, আসল জীবনে তিনি তার থেকে অনেক বেশি ফ্যাশন মেনে
চলেন। অবশ্য মেনে চলেন অর্থাৎ ট্রেন্ড ফলোয়ার না বলে তাঁকে বলা উচিত ট্রেন্ড সেটার। নিজে তিনি যেমন ফ্যাশনেবল, তেমনই কনসেপ্ট নিয়ে এবার শ্রদ্ধা কাপুর পা রাখলেন ডিজাইন
ইন্ডাস্ট্রিতেও।
শ্রদ্ধার এই ব্র্যান্ডটির নাম 'ইমারা'। নিজে সেলিব্রিটি হলেও তাঁর
ডিজাইন করা পোশাক সাধারণের নাগালের মধ্যে রাখতে চেষ্টার কসুর করেননি। তাই এই ব্র্যান্ড-এর
পোশাকের রেঞ্জ মাত্র ৭৯৯ টাকা থেকে ৩৯৯৯ টাকার মধ্যে। তাঁর ডিজাইনের মূল থিম 'ফ্যান্টাসি'। শ্রদ্ধা জানিয়েছেন "স্বনির্ভর, আত্মনির্ভরশীল, মানসিক শক্তিতে ভরপুর নারীদের
জন্যই তাঁর এই ব্র্যান্ডটি।"