Header Ads

Breaking News

জুনে বিয়ে সুশান্ত-অঙ্কিতার?

২০১৫ সালে বিয়ের ধুম লাগলো নাকি ? বিরাট কোহলির পর কোটি কোটি তরুনীর মন ভাঙ্গতে চলেছেন আরো একজন হটি। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ওরফে সুশান্ত সিং রাজপূত। বালাজী টেলিফিল্মস-এর 'পবিত্র রিস্তা'র সেটে অঙ্কিতা লোখান্ডের প্রেমে পরেছিলেন বলিউডের এই নতুন হার্টথ্রব। 


 তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। এখনো স্ট্রং সুশান্ত-অঙ্কিতার জুটি। তাঁরা কবে বিয়ে করবেন তা নিয়ে জল্পনা কম হয়নি। তবে কোনকিছুই খোলসা করে জানা যায়নি।  শোনা যাচ্ছে ২০১৫ সালেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই লাভ বার্ডস। সূত্রের খবর অনুযায়ী ২০১৫ সালের জুন মাসেই বিয়ে করবেন সুশান্ত-অঙ্কিতা। যদিও মিয়া-বিবি এখনো মুখ ফুটে কিছু বলেননি। আপাতত তাঁদের সিগন্যালের জন্যই অপেক্ষায় গুণমুগ্ধরা।