Header Ads

Breaking News

বিয়ে করলেন সোহা-কুনাল

বিয়ের সিজন শুরু বলিউডে। সাত পাকে বাঁধা পড়লেন নবাব কন্যা সোহা আলি খান। বিয়ে করলেন বহুদিনের বয়ফ্রেন্ড অভিনেতা কুনাল খেমুকে।


 দাদা সইফ ও কারিনার বিয়ের তুলনায় একেবারেই ছিমছাম ভাবে বিয়ে সেরে ফেললেন সোহা। আশা করা গিয়েছিল পতৌদি পরিবারে এবারেও গ্র্যান্ড সেরেমনি হতে চলেছে। কিন্তু হলো ঠিক উল্টোটাই।



সোহা আগেই জানিয়েছিলেন বিশাল জাকজমকপূর্ণ বিয়ে তিনি চান না। আর সেই কারণেই শুধুমাত্র পরিবারের লোকজনের উপস্থিতিতে ২৫ জানুয়ারী জীবনের অন্যতম গুরুত্যপূর্ণ কাজটি সেরে ফেললেন রং দে বাসন্তির অভিনেত্রী। 

মেহেন্দি থেকে বিয়ের দিন পর্যন্ত সোহার পাশেই ছিলেন মা শর্মিলা ঠাকুর, দাদা সইফ আলি খান, বৌদি করিনা কাপুর ও বোন সাবা আলি খান।  ছেলে ইব্রাহিম বাবা সইফ-এর সঙ্গে থাকলেও বিয়েতে হাজির ছিলেন না সারা ও সইফ-এর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং।