Header Ads

Breaking News

এবছর হার্ডকোর প্র্যাকটিস হয়েছে : যীশু

এই বছর দল নিয়ে কতটা প্রত্যাশা রাখছ ?
প্রত্যাশা রাখছি না তবে এবছর আমরা অনেক বেশি প্র্যাকটিস করেছি অনেকদিন আগে থেকে প্র্যাকটিস করা শুরু হয়েছে সিসিএল শুরুর দেড় মাস আগে থেকে অনুশীলন করছি গতবছর এতটা সময় পাইনি এই বছর আর্টিস্ট ফোরাম যুক্ত থাকায় আরো কয়কেজন প্লেয়ারকে পেয়েছি খুব হার্ডকোর প্র্যাকটিস হয়েছে এবার দেখা যাক

আগের বছরের থেকে এবারের টিম ইয়াংএটা কতটা সুবিধা দেবে ?
ইয়াং বলব না আমার তো মনে হয় আমি সবথেকে অল্ডেস্ট (একটু ভেবে ) না আমার থেকেও বয়সে বড় আছে (হাসি) তবে এখানে ইয়াং-এর কোনো ব্যাপার নেই ইটস এবাউট টালেন্ট ক্রিকেটিং টালেন্ট  সেটা খুব দরকার কারণ আমরা সকলেই এখানে অভিনেতা তবে এবারে এমন অনেকে আছে যারা কিছুটা হলেও ক্রিকেট খেলেছে এটা খুব জরুরি ছিল। 



তুমি নিজে তো একজন ক্রিকেটার ছিলে তো সেটা কতটা হেল্প করছে ?
ডেফিনেটলি হেল্প করে যেকজন ক্রিকেটার এবছর দলে আছে, মানে যারা আগে ক্রিকেট খেলেছে, তাদের টিমে থাকাটা একটা প্লাসপয়েন্ট কারণ একটা ক্রিকেটিং ব্রেন দরকার হয় একটা বড় মাঠে খেলার অভিজ্ঞতা দরকার হয় যেটা আমার কিছুটা হলেও ছিল বাকি অনেকেরই নেই আমি হয়ত ইডেনে খেলেছি আগে তবে এবছর অনেকের সেই অভিজ্ঞতা আছে

শুটিং-এর ফাঁকে কিভাবে সময় বের করছ ?

এবছর আমাকে প্রচুর ট্রাভেল করতে হচ্ছে বম্বে,দিল্লি, কলকাতা এটা চলছে সত্যি বলতে আমি এদের সবার থেকে কম প্র্যাকটিস করেছি কলকাতায় থাকলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব প্র্যাকটিস করার। তবে শুটের জন্য হয়ত সিসিএল-এর প্রথম ম্যাচটা খেলতে পারব না


সাক্ষাৎকার - সুমি মিত্র 

ফটোগ্রাফার- অনির্বান পাল