সুনীল দত্ত হবেন বিগ বি?
বক্স অফিসে পিকের দুর্দান্ত সাফল্যের পর আগামী ছবি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানী। সঞ্জয় দত্তের জীবনকে রুপালি পর্দায় নিয়ে আসতে চলেছেন তিনি। আর এই বায়োপিকে সঞ্জু বাবার চরিত্রে দেখা যাবে রনবীর কাপুরকে। এই খবর মোটামোটি সকলেরই জানা।
তবে এবার শোনা যাচ্ছে অনেক ভাবনা চিন্তার পর সুনীল দত্তের চরিত্রটির জন্য অমিতাভ বচ্চনকে সাইন করাতে চলেছেন হিরানী। তবে শামিতাভ, পিকু ছবির ব্যস্ততার মধ্যে বিগ বি এই রোলের জন্য কতটা প্রস্তুত এখন সেটাই দেখার অপেক্ষা। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।