হাসপাতালে করনবির
হাসপাতালে করনবীর ভোরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে এক বিশ্বস্ত সুত্রে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরবার পর টানা তিন ঘন্টার বেশি শুটিং করতে পারছিলেন না করনবির। অনুভব করছিলেন দুর্বলতাও। স্ত্রী টিজের কিন্তু সন্দেহ হয়। তারপর প্রচুর ডাক্তারি পরীক্ষার পর জানা যায় যে ডেঙ্গি-তে
আক্রান্ত 'কবুল হ্যায়' ধারাবাহিকের আহিল।
কাজপাগল এই নায়ক অবশ্য হাসপাতালে শুয়ে থাকতে একদম রাজি নন। তাঁর হাসপাতালে থাকা মানে ধারাবাহিকের টিআরপি কমে যাওয়া। এমনটাই মনে করেন করণ। কিন্তু উপায় নেই যে। সবসময় কি আর ইচ্ছেমত কাজ করা যায় !