হে প্রেম
নর-নারীর প্রেম শাশ্বত। আর সেই প্রেম মানে না দেশ- কাল-সীমানার গন্ডি। সময় স্তব্ধ হয়ে যায়। কাল নিজের গতিতে আবর্তিত হয়। কিন্তু নর-নারীর প্রেম চিরন্তন। প্রেমের চূড়ান্ত পর্যায়ে বোধ থাকে না আপন-পরের। কারণ ভালবাসার মানুষটি তো নিজের-ই। তাই দুই দেহ হলেও আত্মা থাকে এক। পরস্পরের প্রতি প্রেমের উচ্ছলতায় ভেসে যায় লোক-লজ্জার দ্বিধা , যাবতীয় কুন্ঠা। Kolkata GlitZ মনে করালো কোনো কোনো ছবির এমন কিছু দৃশ্যের কথা।
ইশাকজাদে : মনে পরে ট্রেনের কামরায় পারমা-জোয়ার খুশির জোয়ারে ভেসে যাওয়া ! মধুর মধুর।
ইশাকজাদে : মনে পরে ট্রেনের কামরায় পারমা-জোয়ার খুশির জোয়ারে ভেসে যাওয়া ! মধুর মধুর।
মার্ডার: বিয়ের পরে আবার প্রেমিকের সঙ্গে দেখা। সিমরন একাত্ম হয়ে যায় তার সঙ্গে।
ডার্টি পিকচার: বয়সে অনেক বড় প্রেমিক। তার-ই সঙ্গে গাড়ির মধ্যে রোমান্সে বুঁদ হয়ে গিয়েছিল সিল্ক নামের সেই নবাগতা নায়িকা।
রাজ: অবৈধ প্রেম। কিন্তু নিজেকে সংযমের বন্ধনে বেঁধে রাখতে পারেনি আদিত্য। স্ত্রী সন্জানাকে ভুলে নিজের বাড়িতে আশ্রিতা মালিনীর শরীরী সৌন্দর্যে মাতাল হয়ে ওঠে আদিত্য। তারপর ? জয়ী হয়
আদিমতম প্রবৃত্তি।
জাবাজ: আস্তাবলে আলালের ঘরের দুলাল অনিল কাপুর আর ডিম্পল। দুজনের অভিব্যক্তি এককথায় অনবদ্য।