ঘনীভূত বিচ্ছেদ
স্বামী শালিনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ জানিয়ে থানায় এফ
আই আর করলেন দলজিত কৌর।
কি
হলোটা কি ছোটপর্দার শিল্পীদের ? একের পর এক বিচ্ছেদ সে প্রেমেই হোক বা বিবাহিত জীবনে। ২০১৪ র শেষ কি সত্যি অশুভ ! কদিন আগেই প্রকাশ হয়েছে করণ-জেনিফারের বিবাহিত জীবন ভাঙতে বসার দুঃখজনক খবর। এবারে আবার দলজিত-শালিন ! করণ-জেনিফারের মতই ভালোবেসে ঘর বেধেছিলেন এরাও।কদিন আগেই মা-বাবাও হয়েছেন।
জানা গিয়েছে এই প্রথম নয়। এর আগেও চড়া মেজাজের শালিন স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। রাগের মাথায় দলজিত বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু সেবারের মত ব্যাপারটা মিটে গিয়েছিল। এবারে কিন্তু আর দলজিত অপমান হজম করে নেননি। আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করেননি।
কি
হতে চলেছে এবার ? আবার কি এক হবেন দুজনে ? না ইতি পড়তে চলেছে এদের দাম্পত্য জীবনেও ! সেটাও এখন দেখার বিষয়।