চাঁদের হাট নয়া দিল্লিতে। বলিউড ও স্পোর্টস তারকরা ফের এক মঞ্চে। ভারতে ক্রিকেট, ফুটবল, কাবাডি লিগের পর জমজমাট টেনিস লিগ ও। বিগ বি-র তালে নাচচ্ছেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। পাশে অভিনেত্রী দীপিকা পাদুকনে। সোমবার নয়া দিল্লিতে আই পি টি এল-এর এক অনুষ্ঠানে।