করনের প্রেমে বিপাশা ?
বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অভিনীত 'Alone' ছবির প্রথম পোস্টার। শোনা যাছে ছবির শুটিং-এ কেমিস্ট্রি জমে উঠেছে বিপাশা-করনের। দুজনকে নাকি প্রায়ই একসঙ্গে ঘুরতে দেখা যাছে। সবটাই কি ছবির প্রচারের জন্য নাকি সত্যি ফের প্রেমে পড়লেন বিপস? তা অবশ্য আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। অপেক্ষা শুধু ফিল্ম রিলিজের।