আরভ-রাগিনীর মধ্যে ফাটল
আরভ- রাগিনী ----- চরিত্রদুটো চেনা চেনা লাগছে কি ? সোনি টিভির জনপ্রিয় ধারাবাহিক 'ইতনা করো না মুঝে প্যার' . সেই ধারাবাহিকের প্রধান নারী চরিত্র থুড়ি নায়িকা রাগিনী পটেল। তার-ই এক
ছেলে আরভ। শুধু আরভ কেন রাগিনীর অন্যান্য সন্তানদের জীবনে রয়েছে প্রচুর জটিলতা। কারণ মা-বাবার বিচ্ছেদের মূল্য চোকাতে হয়েছে তাদের শৈশব থেকেই। মা-বাবার মধ্যে ভাগাভাগি হয়েছিল সন্তানদের। একসঙ্গে মা- বাবাকে পাওয়ার জন্য উন্মুখ সন্তানেরা। কিন্তু স্বামী-স্ত্রী কাছে আসতে পারে না নিজেদের ইগোকে বিসর্জন দিয়ে। তাই তো ছেলে-মেয়েগুলো কখনো ভোগে হতাশায়। কখনো বা ফেটে পড়ে রাগে , ক্ষোভে।
দিন বদলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চাহিদাও . এই মানসিকতার শিকার রাগিনী-নীলের ছেলে আরভ। তার মা এতদিন ধরে তাদের জন্য কিছুই করতে পারেনি বলা ভালো করেনি। কারণ মধ্যবিত্ত রাগিনীর সাধ থাকলেও সাধ্য নেই। নিজের জীবনে প্রচুর স্বপ্ন আছে আরভের। তা
পূরণ করতে আরভ এবার থাকতে চায় বাবার সঙ্গে। একথা শুনে মানসিক ভাবে ভেঙ্গে পড়বে রাগিনী। এই
ধারাবাহিকের আগামী পর্বগুলিতে মা-ছেলের টানাপোড়েনের নানা দিক দেখতে পাবেন দর্শকেরা।
যে ছেলে-মেয়েদের জন্য গোটা জীবনটা বিকিয়ে দিয়েছে তাদের থেকে এমন ব্যবহার রাগিনিকে চূড়ান্ত আহত করবে। তার চোখের জল
বাগ মানবে না। এমন সময়েই সেখানে হাজির হবে রাগিনীর সন্তানদের পিতা নীল্ থুড়ি নচিকেত। সেও রাগিনিকে জানায় এখন ছেলে-মেয়েরা স্নেহের পাশাপাশি অর্থের প্রাচুর্য-ও চায়।
কি করবে এখন রাগিনী ! ছেলের দ্বারা চূড়ান্ত ভাবে অপমানিত হয়ে সে কি ভেঙ্গে পড়বে ? না শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করবে ? সেটাই এখন দেখার বিষয়।