'চিরকাল বিপদে পরলে ওভারস্মার্ট হয়ে যাই' - শাশ্বত চট্টোপাধ্যায়
(Celeb কলমে লিখলেন শাশ্বত চট্টোপাধ্যায়)
দেখছি
রাস্তাটাও ঝোপঝাড় হয়ে একটা
বেঞ্চ দিয়ে ব্লক করা। ওটা
এন্ড ছিল। বোঝা
যাচ্ছিল ওটা টোপকে গেলে
হয়তো ওদিক দিয়ে নিচে নেমে যেতে
পারি। তারপর
যখন ফিরছি,তখন ওখানকার
লোকাল লোকেরা জিজ্ঞেস করছে,
'আপ কিয়া খো গ্যায়ে
থে?' আমার চিরকালের একটা
স্বভাব রয়েছে যে বিপদে
পড়লে ওভারস্মার্ট হয়ে যাই।
আমি দেখাবো না যে
আমি বিপদে পরেছি।
আমিও স্মার্টলি উত্তর দিলাম, 'ওয়াই?'
এসব বলতে বলতে নিচে
নামছি। এবার
দেখছি সঠিক রাস্তা ধরেই
সোজা নামছি। তখন
নেমে দেখি বাড়ির লোকজন
দল বেঁধে এগিয়ে এসে
জিজ্ঞেস করছে, "কোথায় গিয়েছিলি, কোথায়
গিয়েছিলি ?' সবাই খুব রেগে গিয়েছে।
আসলে হয়েছিল কি,
যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা
একটা সময়ের পর গিয়ে একটা দিকে চলে গিয়ে নেমে যায়।
স্কুলটা নিচে নেমে গিয়ে
ছিল। আমি
ওই রাস্তাটা তো ধরিনি।
আমি নিজের মত গাছ
বেয়ে টোপকে টোপকে যাচ্ছিলাম। ওই
করে লাস্টে দেখি আর নো
রাস্তা। কিছুক্ষণের
জন্য সত্যি খুব ভয়
পেয়েছিলাম। বকাও
খেয়েছিলাম। তবে
পরে ভেবে বেশ মজা
লেগেছিল। একটা
জিনিস বুঝে গিয়েছি যে পাহাড়ি
রাস্তায় হারানো যায় না। যে
রাস্তা দিয়ে উঠেছ, সে
রাস্তা দিয়ে নেমে এলেই
তুমি পেয়ে যাবে।
ওখানে একটাই রাস্তা।
কোথাও না কোথাও গিয়ে
তুমি নামবেই। ছোটবেলায় এটা একটা মজার ঘটনা হয়েছিল।