রং রসিয়া সঠিক সময়ে মুক্তি পেয়েছে - হুডা
সম্প্রতি
মুক্তি পেল কেতন মেহতার 'রং রসিয়া'।ছবিটির প্রচারে কদিন আগেই কলকাতা ঘুরে গিয়েছিলেন
পরিচালক সহ মুখ্য চরিত্ররা। শুটিং বহুদিন আগে শেষ হয়ে গেলেও ছবিটি মুক্তি পেল বেশ দেরিতে।
এই বিষয়ে ছবির মুখ্য অভিনেতা রনদীপের বক্তব্য , 'আমার মতে ছবিটি একেবারে সঠিক সময়ে
মুক্তি পাচ্ছে। এখন দর্শকদের কাছে এই ধরনের ছবির গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে, যা কয়েক
বছর আগে অবধি ছিল না। তাই এর থেকে ভালো সময় হতে পারে না।' রং রসিয়ায় শিল্পী রাজা রবি
বর্মার চরিত্রে অভিনয় করছেন রণদীপ। মজা করে বললেন, 'সানি লিওনের মতো অনেকগুলি সাহসী
দৃশ্যে আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন পরিচালক।'
কিক,
হ্যাপি নিউ ইয়ার-এর মত ছবির বাজার যেখানে রমরমা, সেখানে এই ধরনের ছবি কতটা সাফল্য পাবে?
পরিচালক অবশ্য বেশ আশাবাদী। মেহতা বলছেন, 'কলকাতা ফিল্ম ফেস্টিভেলে ছবিটি বেশ প্রশংসা
পেয়েছিল। ছবিটা সকলে উপভোগ করেছিল। তাই আমি নিশ্চিত এই ছবি দর্শকদের ভালো লাগবে।' একই
মতামত অভিনেত্রী নন্দনারও।এখন দেখার রং রসিয়া আদপেও দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়
কি না।
রিপোর্টার- সুমি মিত্র
ফটোগ্রাফার- সাগ্নিক মজুমদার