Header Ads

লুকিয়ে ধূমপান রনবীরের


বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রনবীর কাপুরের।  এর আগে প্রকাশ্যে ধূমপান করার জন্য জরিমানা হয়েছে তাঁর। সম্প্রতি আইএসএল-এ এফসি গোয়া বনাম মুম্বই এফসি-র ম্যাচ চলাকালীন ফের একবার সিগারেট হাতে দেখা গেল রনবীর-কে।  তবে এবার লোকচক্ষুর আড়ালে গিয়ে ধূমপান করলেও শেষ রক্ষা হল না। স্টেডিয়ামের পিছনে গিয়ে ধূমপান করতে দেখা গেল বলিউডের এই সুপারস্টারকে। তারকা হওয়ার বোধ হয় এটাই যন্ত্রণা। লুকিয়েও নিস্তার পাওয়া গেল না।

Post Comment