Header Ads

Breaking News

লাজবাব রজত


নাহ ! ছেলের এলেম আছে বলতেই হচ্ছে সারাদিন শুটিং-এর ধকল সামলেও একটুও ক্লান্তি নেই  উল্টে সে ধারাবাহিকের শিশুশিল্পীদের  সঙ্গে খেলায় মেতে থাকে মহানন্দে  কার কথা হচ্ছে? আরে , জি টিভির 'যোধা আকবর' ধারাবাহিকের আকবর মানে রজত টোকাসের  কথাই বলা হচ্ছে 

সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকে এসেছে পরিবর্তন  মোগল রাজপরিবারে জন্ম নিয়েছে শাহজাদা সেলিম সহ আরো কিছু সন্তানাদি  সেই সব চরিত্রে অভিনয় করা কচিকাঁচাদের সঙ্গে আকবর বাদশা মানে আমাদের রজত টোকাসের ভারী ভাব  শুটিং-এর মাঝে ফুরসত পেলেই সেই খুদেদের সঙ্গে খেলায় মাতেন রজত পরমান্দে 

এখানেই শেষ নয়  খুদেগুলোর খুটিনাটি সব কিছুর উপর নজর রজতের  তাদের কিসে খুশি, কিসে মজা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি তাঁর  ওদের সঙ্গে লুকোচুরি খেলা থেকে শুরু করে একসঙ্গে খাওয়া দাওয়া সবেতেই সঙ্গী   শাহেনশা পাশাপাশি আবার এও দেখেন যাতে বাচ্চাগুলো বেশি ক্লান্ত হয়ে না পড়ে  ওরা যাতে মন দিয়ে স্ক্রিপ্ট পড়ে সেদিকেও কড়া নজর রজতের খুঁব অল্প দিনের মধ্যেই ওদের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছেন তিনি ওই খুদেরা যাতে শুটিং -এর সেটে একটুও অস্বস্তি বোধ না করে প্রথম থেকেই সেদিকে পরিচালকের পাশাপাশি সমান মনোযোগ দিয়েছিলেন রজত 


রজতের নিজের কথায় ওরা খুব মিষ্টি সকলেই  ওদের খুব ভালবাসে  ওরা   সারাক্ষণ সেটে দৌড়াদৌড়ি করে খেলা করে  ওদের এই ছুটোছুটি দেখলেই সব ক্লান্তি মুছে যায়  আর ওদের সঙ্গে খেলা করা , সে তো এখন তাঁর ডেলি রুটিন এক কথায় নতুন বন্ধুদের সঙ্গে দিনগুলো বেশ আনন্দেই কাটাচ্ছেন রজত সারাদিন শুটিং-এর পর খুদেরা যেন সেটে এক ঝলক ফুরফুরে দখিনা বাতাস বয়ে আনে আর সেই বাতাসের ডাকে সাড়া না দিয়ে কি রজত টোকাস থাকতে পারেন !